• মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে মা কর্তৃক নিজ সন্তানকে জবাই করে হত্যা ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক সোনার বাংলা পরিবহন নামীয় বাস থেকে হেরোইনসহ মাদক কারবরি গ্রেফতার ০২ খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান শায়খুল হাদিস আল্লামা আহমদুল্লাহর মৃত্যুতে তারেক রহমানের শোক চাঁদপুরে নবজাতককে দাফনের আগে নড়ে ওঠা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে দলবল নিয়ে থানায় জামায়াত নেতা ময়মনসিংহ সিপিএসসি র‍্যাব ১৪ কর্তৃক ধর্ষন মামলার অভিযুক্ত প্রধান আসামি গ্রেফতার রংপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসায় শিশুর রহস্যজনক মৃত্যু  ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গাজীপুরের কোনাবাড়ী থেকে চুরি হওয়া পিকআপ সিরাজগঞ্জ থেকে উদ্ধার, দুই জন আটক

Reporter Name / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

গাজীপুর: গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকা থেকে চুরি হওয়া একটি পিকআপ সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহউদ্দিন।

সোমবার (৯ জুন) রাতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে চুরি যাওয়া পিকআপসহ দুই জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন— খুলনা মহানগরীর খালিশপুর থানার নয়াবাটী মোড় এলাকার মৃত আহাম্মেদ আলীর ছেলে জায়েদ (৪০) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বাগদা গ্রামের মৃত রাজুর ছেলে হৃদয় (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, কোনাবাড়ী থানার আমবাগ মিতালী ক্লাব সংলগ্ন মসজিদের সামনে থেকে ACE X-2 মডেলের ঢাকা মেট্রো ন-২৩-০৪১৯ নম্বর পিকআপটি রাত আনুমানিক সাড়ে বারোটা থেকে সোয়া একটা মধ্যে চুরি হয়ে যায়।

পিকআপের মালিক থানায় অভিযোগ দায়ের করলে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মনির তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোপন সূত্রের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালান। সেখানে থেকে চুরি হওয়া পিকআপসহ অভিযুক্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে এসআই মনির জানান, “৯ জুন কোনাবাড়ী থানায় মামলা নং-৩, পেনাল কোড ৩৭৯ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় পিকআপসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”

এদিকে ওসি মোঃ সালাহউদ্দিন জানান, “পিকআপ উদ্ধার করা হয়েছে এবং দুই জন আসামিকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category