গাজীপুর, ২৬ জুন ২০২৫ (বৃহস্পতিবার):
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য মোঃ আব্দুল হাসিম এর একক উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে সেনিটাইজার, বিশুদ্ধ পানীয় জল, স্যালাইন, ফাইল ও কলম বিতরণ করা হয়।
এ উদ্যোগে উপস্থিত অভিভাবক ও পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীবান্ধব এই কার্যক্রমের জন্য ছাত্রদল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।