• মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে মা কর্তৃক নিজ সন্তানকে জবাই করে হত্যা ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক সোনার বাংলা পরিবহন নামীয় বাস থেকে হেরোইনসহ মাদক কারবরি গ্রেফতার ০২ খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান শায়খুল হাদিস আল্লামা আহমদুল্লাহর মৃত্যুতে তারেক রহমানের শোক চাঁদপুরে নবজাতককে দাফনের আগে নড়ে ওঠা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে দলবল নিয়ে থানায় জামায়াত নেতা ময়মনসিংহ সিপিএসসি র‍্যাব ১৪ কর্তৃক ধর্ষন মামলার অভিযুক্ত প্রধান আসামি গ্রেফতার রংপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসায় শিশুর রহস্যজনক মৃত্যু  ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পূবাইলে লতা হারবাল কারখানায় চাঁদাবাজির অভিযোগে আটক ১

Reporter Name / ৩০৯ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

রবিউল আলম,স্টাফ রিপোর্টার:

 

গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকায় একটি নবনির্মিত প্লাস্টিক কারখানায় হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে আব্দুল মান্নানকে (৬০) আটক করেছে পূবাইল থানা পুলিশ।

 

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মেঘডুবি এলাকা থেকে তাকে আটক করা হয়,এ বিষয় টি নিশ্চিত করেছেন পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মো. অমিরুল ইসলাম।

 

এ ঘটনায় প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

মামলা সূত্রে জানা যায়, মোঃ ফিরোজ (৫০), পিতা-মৃত তাজুল ইসলাম, মাতা-আনোয়ারা বেগম, সাং-মেঘডুবি (পশ্চিমপাড়া), ওয়ার্ড নং-৪০, থানা-পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুর— তিনি ‘লতা হারবাল ফ্যাক্টরি’র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। প্রতিষ্ঠানটি সম্প্রতি মেঘডুবি বড়বাড়ী এলাকায় প্লাস্টিক কারখানা নির্মাণ কাজ শুরু করে।ওই এলাকার বাসিন্দা নাঈম (৩২), আব্দুল মান্নান (৬০) ও রানু বেগম (৫৫)সহ অজ্ঞাতনামা ৭-৮ জন দলবদ্ধ হয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানার ভেতরে প্রবেশ করে। তারা নির্মাণ কাজে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

 

এসময় তারা প্রতিষ্ঠানটির মালিকের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে মামলায় উল্লেখ করা হয়। এছাড়া গাড়ির ভেতরে থাকা ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের শ্রমিকদের বেতন বাবদ নগদ অর্থ লুটে নেয়া হয়।

 

মামলায় বাদী ফিরোজ আরও দাবি করেন, বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। এতে আতঙ্কিত হয়ে কারখানার নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

 

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো: আমিরুল ইসলাম বলেন, পূবাইল থানাধীন মেঘডুবি (পশ্চিমপাড়া) এলাকায় লতা হারবালের নবনির্মিত প্লাস্টিক কারখানায় চাঁদা দাবি ও কর্মকর্তাদের গাড়িতে হামলার অভিযোগে আব্দুল মান্নান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category