• মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে মা কর্তৃক নিজ সন্তানকে জবাই করে হত্যা ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক সোনার বাংলা পরিবহন নামীয় বাস থেকে হেরোইনসহ মাদক কারবরি গ্রেফতার ০২ খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান শায়খুল হাদিস আল্লামা আহমদুল্লাহর মৃত্যুতে তারেক রহমানের শোক চাঁদপুরে নবজাতককে দাফনের আগে নড়ে ওঠা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে দলবল নিয়ে থানায় জামায়াত নেতা ময়মনসিংহ সিপিএসসি র‍্যাব ১৪ কর্তৃক ধর্ষন মামলার অভিযুক্ত প্রধান আসামি গ্রেফতার রংপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসায় শিশুর রহস্যজনক মৃত্যু  ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ সিপিএসসি র‍্যাব ১৪ কর্তৃক ধর্ষন মামলার অভিযুক্ত প্রধান আসামি গ্রেফতার

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় রুজুকৃত ধর্ষন মামলার প্রধান অভিযুক্ত সাব্বির হোসেন( ২২) কে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের সাথে ধৃত অভিযুক্ত সাব্বির হোসাইন(২২), জেলা-ময়মনসিংহ এর মেসেঞ্জার এবং ইমুতে কথাবার্তার একপর্যায়ে উভয়ে বিবাহ করার সিদ্ধান্ত নেয়। বিবাহের প্রলোভন দেখিয়ে ধৃত অভিযুক্ত গত ২৮ জুলাই ২০২৫খ্রিঃ আনুমানিক বিকাল ১৬:০০ ঘটিকায় ত্রিশাল থানাধীন আবাসিক হোটেলে স্ত্রীর পরিচয় দিয়ে ভিকটিমকে তার ইচছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে। এ বিষয়ে ভিকটিম নিজে বাদী হয়ে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশে ত্রিশাল থানার মামলা নং-১০, তারিখ-০৮ সেপ্টেম্বর ২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২৫) এর ৯(খ) রুজু হয়। মামলা রুজুর পর হতে র‌্যাব-১৪ ছায়াতদন্তসহ পলাতক আসামীকে গ্রেফতারে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল অভিযুক্তের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ১৪ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ ০১:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন গন্ডাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান অভিযুক্ত সাব্বির হোসাইন(২২), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করত সক্ষম হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category