চট্টগ্রামের সীতাকুণ্ডে কাতার টাওয়ারের ছাদ ঢালাই অনুষ্ঠানে অংশ নেওয়ার পর মো. সেলিম নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠান শেষে পালানোর চেষ্টা করলে সেলিম কিছুটা আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেন। এসময় জামায়াত নেতা প্রফেসর জাহাঙ্গীর আলমও কিছু অনুসারী নিয়ে থানায় উপস্থিত হন। ঘটনাটি ফেসবুকে লাইভ প্রচার হওয়ায় দ্রুত এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। প্রফেসর জাহাঙ্গীর আলম জানান, ছাদ ঢালাইয়ের কাজে স্থানীয় ব্যবসায়ী রুবেল আনসারী সরঞ্জাম দেওয়ার কথা থাকলেও তা দিতে না পারায় পরিস্থিতি জটিল হয়। তিনি আরও দাবি করেন, সেলিমের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তিনি অবগত ছিলেন না। সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান বলেন, মো. সেলিমকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। তিনি আরও জানান, থানার ভেতরে কেউ তাকে ছাড়ানোর চেষ্টা করেনি। ফেসবুক লাইভে প্রচারিত অনেক তথ্য পুরোপুরি সঠিক নয় বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।