• মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে মা কর্তৃক নিজ সন্তানকে জবাই করে হত্যা ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক সোনার বাংলা পরিবহন নামীয় বাস থেকে হেরোইনসহ মাদক কারবরি গ্রেফতার ০২ খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান শায়খুল হাদিস আল্লামা আহমদুল্লাহর মৃত্যুতে তারেক রহমানের শোক চাঁদপুরে নবজাতককে দাফনের আগে নড়ে ওঠা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে দলবল নিয়ে থানায় জামায়াত নেতা ময়মনসিংহ সিপিএসসি র‍্যাব ১৪ কর্তৃক ধর্ষন মামলার অভিযুক্ত প্রধান আসামি গ্রেফতার রংপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসায় শিশুর রহস্যজনক মৃত্যু  ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাঁদপুরে নবজাতককে দাফনের আগে নড়ে ওঠা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে এক নবজাতককে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, জীবিত অবস্থায় ওই নবজাতককে মৃত দাবি করে পৌর কবরস্থানের কবর খোদকের কাছে হস্তান্তর করেন এক অজ্ঞাত যুবক। তবে দাফনের পূর্ব মুহূর্তে আজান দেওয়ার সময় নড়ে ওঠে শিশুটি।

 

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর পৌর কবরস্থানে কার্টনে ঢুকিয়ে শিশুটিকে নিয়ে আসে ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক যুবক। তিনি দাবি করেন, নবজাতকটি মৃত এবং দ্রুত কবর দেওয়ার পরামর্শ দিয়ে সেখান থেকে সরে পড়েন। কিন্তু দাফনের ঠিক আগে আজান দেওয়া হলে হঠাৎ নড়েচড়ে ওঠে শিশুটি।

 

খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা শিশুটিকে উদ্ধার করে শহরের ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে নিয়ে যান। হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হলে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালান। হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ছোটন মিয়াজী জানান, শিশুটির ওজন মাত্র ৮০০ গ্রাম ছিল এবং জন্মের পরই অক্সিজেন লেভেল কম ছিল। সবরকম চেষ্টা সত্ত্বেও রোববার গভীর রাতে শিশুটি মৃত্যুবরণ করে।

 

হাসপাতালের এইচআর এডমিন কামরুল ইসলাম জুগলু বলেন, “স্থানীয় সাংবাদিকরাই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। এনআইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয় এবং হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক জিএম শাহিন শিশুটির দায়িত্ব নেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

 

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নিন্দার ঝড় ওঠে। ফেসবুকে অসংখ্য মানুষ ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন।

 

চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, শিশুটির পরিচয় উদঘাটনে ডিএনএ টেস্টের ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত করা হয়নি। রবিবার রাতেই জানাজা শেষে পৌর কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও আইনের আওতায় আনতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category