• শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
রংপুরে সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় মামলা  ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত মনোহরদীতে বিএনপির কার্যালয় উদ্বোধন, নতুন শক্তিতে শুরু সাংগঠনিক কার্যক্রম কালীগঞ্জে বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণা  পূবাইলে ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত ময়মনসিংহ র‍্যাব-১৪ কর্তৃক রেল যাএীর চুরি হওয়া স্বর্ণালংকার সহ মালামাল উদ্ধার ও চোর গ্রেফতার ০২ অন্য অভিযানে মাদক উদ্ধার  পূবাইলে হারবাইদ খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ২৬- তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। গফরগাঁও উপজেলা নব সার্ভেয়ার প্রশিক্ষণ প্রাপ্তদেরকে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান  খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ! গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল 

খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ!

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

কাওসার হোসেন মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেফতার করে শাস্তির দাবিতে জুম্ম ছাত্ররা দ্বিতীয়বারের মতো সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।অবরোধের কারণে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কসহ আন্তঃসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শহরের ভেতরে কিছু ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলতে দেখা গেছে। সাজেকে বেড়াতে আসা অনেক পর্যটক বিপাকে পড়েছেন। কেউ কেউ ৩-৪ কিলোমিটার হেঁটে শহরে প্রবেশ করেছেন। তবে স্কুল-কলেজ, অফিস ও আদালত বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি তুলনামূলক কম।

অবরোধকারীরা খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলপিয়া আদাম এলাকাসহ জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর ওই ছাত্রীকে একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘অবরোধ চললেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক রয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থায় আছে। সব গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category