নরসিংদীর মনোহরদীতে অনুষ্ঠিত হয়েছে বিএনপির উপজেলা প্রধান কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা ।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন (psc), বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। তিনি জানান, নতুন কার্যালয় থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন। এসময়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌস আহমেদ খোকন, মো. জাকির হোসেন, মো. গনী ফরাজি, এমদাদুল হক মিটুল এবং মো. এস. কে. জাকির হোসেন। সভায় উপস্হিত বক্তারা বলেন, নতুন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় নেতাকর্মীরা আরও সক্রিয়ভাবে দলের কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রাখবেন।