মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ রেল স্টেশন থেকে যাএীর চুরি হওয়া স্বর্ণালংকার সহ ব্যাগ ও ২জন চুরকে ৩০ঘন্টার মধ্য গ্রেপ্তার ও অপর আরেক অভিযানে অবৈধ ৯৬০পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাব উদ্ধার করতে সক্ষম হয়।
বাদী মোঃ আতিকুর রহমান(৪৭), পিতা-মৃতঃ নুরুল ইসলাম, সাং-হাটশিরা, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা এর দেয়া তথ্যমতে জানা যায় যে, গত ২৫ সেপ্টেম্বর ২০২৫খ্রি: তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন হতে নেত্রকোনাগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নেত্রকোনার উদ্দেশ্যে অনুমান ১৩:৪৫ ঘটিকায় যাত্রা করেন। তার সাথে থাকা ব্যাগের ভিতরে জমির মূল দলিলপত্র ও ০৮ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি তার সিটের উপরে বাংকারে রেখে দেন। একই তারিখ ১৬:৩০ ঘটিকার সময় ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি করার সময় স্ত্রী সন্তানদের সিটে রেখে তিনি জিআরপি মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে দেখেন বাংকারে রাখা ব্যাগটি কৌশলে অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে গেছে। উক্ত ঘটনায় তিনি বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানা’য় মামলা নং-০১, তারিখ-২৫ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড দায়ের করেন। উক্ত চুরির ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয। বিষয়টিকে গুরুত্বারোপ করে র্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে সদর কোম্পানী, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ সময় আনুমানিক রাত ২৩:০০ ঘটিকায় ময়মনসিংহ সদর থানার ডিবি রোড এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত চোর ১। মোঃ বাবুল (৩২), পিতা-মোঃ আবুল কালাম, সাং-শেওড়া ধোপাখোলা এবং ২। রনি বনিক(৩৫), পিতা-প্রশন্ন বনিক, সাং-শেওড়া ডিবি রোড, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিং’দের গ্রেফতার করে। গ্রেফতারকৃত চোরদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ব্যাগসহ জমির মূল দলিলপত্র, পরিবারের ব্যবহৃত প্রায় ০৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৭,০০০/-টাকা র্যাব-১৪, ময়মনসিংহ উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
এছাড়াও পৃথক একটি অভিযানে অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ সকাল অনুমান ১০:১০ ঘটিকায় র্যাব-১৪ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৯৬০(নয়শত ষাট) পিস অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।